eng
competition

Text Practice Mode

পুঁজিবাজারে লেনদেন শুরু হতে আরও দেরি

created Mar 19th 2020, 06:35 by


2


Rating

103 words
56 completed
00:00
ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ নোটিসে বলা হয়েছে, বৃহস্পতিবার দিনের লেনদেন শুরু হবে বেলা ১টা থেকে। তবে লেনদেন কতক্ষণ চলবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।এর আগে সকালে এক নোটিসে বলা হয়েছিল, সকাল সাড়ে ১০টার বদলে লেনদেন শুরু হবে এক ঘণ্টা দেরিতে, বেলা সাড়ে ১১টায়। সেই সময় পেরিয়ে যাওয়ার ওর দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে নতুন নোটিস আসে।ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং-এর সিনিয়র অফিসার তানিয়া বেগম দুজনেই ‘অনিবার্য’ কারণে লেনদেন বিলম্বিত হওয়ার কথা বলেছেন।তবে লেনদেন কতক্ষণ চলবে, আগামীতে লেনদেন সূচি কী হবে, সেসব বিষয়ে কোনো তথ্য দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের কাছে পাওয়া যায়নি।     

saving score / loading statistics ...