Text Practice Mode
4
Rating: 4
saving score / loading statistics ...
00:00
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো ভর্তি পরীক্ষা থেকে ভর্তি ফরম বাবদ মোটা অঙ্কের টাকা আয় করে । এ ক্ষেত্রে কোনো ধরনের চাড় থাকে না। বিষয়টি মানবিকভাবে দেখা যেতে পারে। আবার একটি বিষয় উল্লেখ করার মতো, অনেক মেধাবী ছাত্র-ছাত্রী টাকার অভাবে দূর দূরান্তে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে পারনে না। আর ভর্তি পরীক্ষা দিতে প্রায় অনেক টাকা লাগে। এমন খবর পত্রিকায় আসে না, টেলিভিশনে দেখা যায় না; কিন্তু সত্য যে, অনেক মেধাবী গরিব ছাত্র-ছাত্রী টাকার জন্য ভালো বিশ্ববিদ্যালয় গুলোয় ভর্তির জন্য ফরম তুলতে পারেন না। ফলে তাঁদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন ভেঙে যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি মেডিক্যাল কলেজগুলোর মতো একটি সমন্বিত ভর্তি পরীক্ষঅ নিত, তাহলে ভর্তীচ্ছুদের এত ভোগান্তিতে পড়তে হতো না। যদিও সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আর কিছু বলার নেই, তবুও বিষয়টি পুনর্বিবেচনা করতে পারলে ভালো হতো।
saving score / loading statistics ...