Text Practice Mode
সুডোকোডের ধারণা
created Dec 29th 2019, 11:33 by Smartwayforlearning
1
118 words
31 completed
1
Rating visible after 3 or more votes
00:00
প্রোগ্রাম রচনার আরও একটি ধাপ হচ্ছে সুডোকোড। সুডো শব্দের অর্থ ছদ্ম সত্য নয় এবং কোড অর্থাৎ কোর্ডি বা প্রোগ্রাম । সুতরাং সুডোকোড হচ্ছে ছদ্ম প্রোগ্রাম । প্রোগ্রামের ধরন এবং কার্যপ্রণালী সংবলিত কিছু সংখ্যক
নির্দেশ বা সেস্টমেন্টের সমাহারই সডোকোড যা হুবহু প্রোগ্রাম নয় । প্রোগ্রামারের জন্য সুডোকোড
দেখে প্রোগ্রাম রচনা করতে সুবিধা হয় । সাধারণত প্রোগ্রাম রচনার পূর্বে সমস্যা সমধানের একটি ধারাবাহিক
বিন্যাস অর্থাৎ অ্যালগরিদম রচনার পর আরও দুটি কাজ করা দরকার, এর একটি হচ্ছে ফ্যোচার্ট এবং
অপরটি সুডোকোড । অর্থাৎ, প্রোগ্রাম রচনার ধারাবাহিক বিন্যাসকে কথায় লিখাই হলো সুডোকোড। “ সুডোকোড
দিয়ে একটি প্রোগ্রামকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তা কোনো প্রোগ্রামিং ভাষা না হয় । এটি সহজ ও সাবলীল
ইংরেজি ভাষায় সাহায্যে র্স্টেটমেন্টগুলো বর্ণনা করা হয় ।
নির্দেশ বা সেস্টমেন্টের সমাহারই সডোকোড যা হুবহু প্রোগ্রাম নয় । প্রোগ্রামারের জন্য সুডোকোড
দেখে প্রোগ্রাম রচনা করতে সুবিধা হয় । সাধারণত প্রোগ্রাম রচনার পূর্বে সমস্যা সমধানের একটি ধারাবাহিক
বিন্যাস অর্থাৎ অ্যালগরিদম রচনার পর আরও দুটি কাজ করা দরকার, এর একটি হচ্ছে ফ্যোচার্ট এবং
অপরটি সুডোকোড । অর্থাৎ, প্রোগ্রাম রচনার ধারাবাহিক বিন্যাসকে কথায় লিখাই হলো সুডোকোড। “ সুডোকোড
দিয়ে একটি প্রোগ্রামকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তা কোনো প্রোগ্রামিং ভাষা না হয় । এটি সহজ ও সাবলীল
ইংরেজি ভাষায় সাহায্যে র্স্টেটমেন্টগুলো বর্ণনা করা হয় ।
saving score / loading statistics ...