eng
competition

Text Practice Mode

সুডোকোডের ধারণা

created Dec 29th 2019, 11:33 by Smartwayforlearning


1


Rating

118 words
31 completed
00:00
প্রোগ্রাম রচনার আরও একটি ধাপ হচ্ছে সুডোকোড। সুডো শব্দের অর্থ ছদ্ম সত্য নয় এবং কোড অর্থাৎ কোর্ডি বা প্রোগ্রাম সুতরাং সুডোকোড হচ্ছে ছদ্ম প্রোগ্রাম প্রোগ্রামের ধরন এবং কার্যপ্রণালী সংবলিত কিছু সংখ্যক  
নির্দেশ বা সেস্টমেন্টের সমাহারই সডোকোড যা হুবহু প্রোগ্রাম নয় প্রোগ্রামারের জন্য সুডোকোড  
দেখে প্রোগ্রাম রচনা করতে সুবিধা হয় সাধারণত প্রোগ্রাম রচনার পূর্বে সমস্যা সমধানের একটি ধারাবাহিক  
বিন্যাস অর্থাৎ অ্যালগরিদম রচনার পর আরও দুটি কাজ করা দরকার, এর একটি হচ্ছে ফ্যোচার্ট এবং  
অপরটি সুডোকোড অর্থাৎ, প্রোগ্রাম রচনার ধারাবাহিক বিন্যাসকে কথায় লিখাই হলো সুডোকোড। সুডোকোড  
দিয়ে একটি প্রোগ্রামকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তা কোনো প্রোগ্রামিং ভাষা না হয় এটি সহজ সাবলীল  
ইংরেজি ভাষায় সাহায্যে র্স্টেটমেন্টগুলো বর্ণনা করা হয়  

saving score / loading statistics ...