eng
competition

Text Practice Mode

বাংলাদেশের ক্রিকেট স্বপ্ন

created Dec 10th 2019, 19:11 by SuchitraRani


4


Rating

136 words
31 completed
00:00
“দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ওয়ানডে হেরে ইতোমধ্যে তিন ম্যাচ সিরিজে পিছিয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ” সিরিজে-টিতে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। এমন লক্ষ্য নিয়েই দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে মাশরাফির দল। আগামীকাল বুধবার পার্লের বোল্যান্ড পার্কে বাংলাদেশ সময় বেলা ২টায়ঃ শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। দুই ম্যাচের টেস্ট সিরিজে, হোয়াইটওয়াশ হবার পর ওয়ানডেতে ভালো করাই প্রধান লক্ষ্য ছিলো বাংলাদেশের। ৫০ ওভারের ফরম্যাট নিয়ে বাংলাদেশের আগ্রহ অনেক বেশিই। কারণ গত বিশ্বকাপ থেকে ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলে চলেছে মাশরাফির নেতৃত্বাধীন দলটি। তাই ওই অভিজ্ঞতা থেকে আবারো জ্বলে উঠার মিশন শুরু করেছিল বাংলাদেশ। হটাৎ তুমি চিৎকার করে বললে যে বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে! হে সেটা স্বপ্ন বটে কিন্তু একদিন তো বিশ্বকাপ আমাদের বাংলার টাইগার ছেলেরা জিতে যেতেই পারে হে আমরা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাবো বিশ্বকাপ আমাদেরও একদিন হবে।
তোমরা কি বলো জিতবো তো নাকি?
 

saving score / loading statistics ...