Text Practice Mode
বাংলা টাইপিং ( বাংলাদেশ, ঠাকুরগাঁও )
created Dec 9th 2019, 02:28 by user1370603
12
146 words
70 completed
4.42857
Rating: 4.42857
00:00
“স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন”
অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে, অনেক সংগ্রামের মাধ্যমে পরাধীনতার নাগপাশ ছিন্ন করে যে স্বাধীনতা অর্জিত হয় তা রক্ষা ও সুসংহত করার জন্য জাতীয় জীবনে অনেক গুরুদায়িত্ব পালন করতে হয়। স্বাধীনতাকে রক্ষা করে তাকে ফলপ্রসূ করতে হলে প্রয়োজন হয় জাতীয় ঐক্য নিশ্চিতকরনের মাধ্যমে অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বর্নিভরতা অর্জন এবং দেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার মান উন্নয়ন। কিন্তু একাজ খুব সহজে হয় না। বিভিন্ন জাতির স্বাধীনতার অভিজ্ঞতা থেকে প্রতীয়মান হয় যে, স্বাধীনতা-অর্জন করা কঠিন হলেও তাকে রক্ষা ও ফলপ্রসূ করার কাজ আরো কঠিণ।
যে কোন দেশের স্বাধীনতা অর্জিত হয় যথেষ্ট ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়েই। বিদেশী শাসন-শোষনের নিস্পেশন থেকে মুক্তির জন্য প্রয়োজন হয় কঠিন সংগ্রামের। প্রায় ক্ষেত্রেই বিদেশী শাসকশক্তি হয় পরাক্রমশালী। তাদের থাকে সুশৃঙ্খল প্রতিরক্ষা ব্যবস্থা, বিপুল সম্ভার। তাদের বিরুদ্ধে লড়তে গেলে প্রয়োজন হয় অধিক সামর্থ, যা আমাদের কাছে যথেষ্ট নেই। তাই আমরা আমাদের মানসিক শক্তিকে কাজে লাগিয়ে উত্তরনের চেষ্টা চালিয়ে যাব।
অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে, অনেক সংগ্রামের মাধ্যমে পরাধীনতার নাগপাশ ছিন্ন করে যে স্বাধীনতা অর্জিত হয় তা রক্ষা ও সুসংহত করার জন্য জাতীয় জীবনে অনেক গুরুদায়িত্ব পালন করতে হয়। স্বাধীনতাকে রক্ষা করে তাকে ফলপ্রসূ করতে হলে প্রয়োজন হয় জাতীয় ঐক্য নিশ্চিতকরনের মাধ্যমে অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বর্নিভরতা অর্জন এবং দেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার মান উন্নয়ন। কিন্তু একাজ খুব সহজে হয় না। বিভিন্ন জাতির স্বাধীনতার অভিজ্ঞতা থেকে প্রতীয়মান হয় যে, স্বাধীনতা-অর্জন করা কঠিন হলেও তাকে রক্ষা ও ফলপ্রসূ করার কাজ আরো কঠিণ।
যে কোন দেশের স্বাধীনতা অর্জিত হয় যথেষ্ট ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়েই। বিদেশী শাসন-শোষনের নিস্পেশন থেকে মুক্তির জন্য প্রয়োজন হয় কঠিন সংগ্রামের। প্রায় ক্ষেত্রেই বিদেশী শাসকশক্তি হয় পরাক্রমশালী। তাদের থাকে সুশৃঙ্খল প্রতিরক্ষা ব্যবস্থা, বিপুল সম্ভার। তাদের বিরুদ্ধে লড়তে গেলে প্রয়োজন হয় অধিক সামর্থ, যা আমাদের কাছে যথেষ্ট নেই। তাই আমরা আমাদের মানসিক শক্তিকে কাজে লাগিয়ে উত্তরনের চেষ্টা চালিয়ে যাব।
saving score / loading statistics ...