eng
competition

Text Practice Mode

দ্য " কনসার্ট ফর বাংলাদেশ " এবং একজন জর্জ হ্যারিসন।

created Nov 29th 2019, 04:22 by KifaTuhHilIspa


2


Rating

114 words
22 completed
00:00
দ্য " কনসার্ট ফর বাংলাদেশ " এবং একজন জর্জ হ্যারিসন।
 
আগস্ট ১৯৭১ সালের রবিবারে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় "কনসার্ট ফর বাংলাদেশ"।
 
সাবেক বিটল্স সঙ্গীতদলের লিড গিটারিষ্ট জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক পন্ডিত
রবিশঙ্কর কর্তৃক সংগঠিত দুটি বেনিফিট কনসার্ট। এই প্রদর্শনী পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ ) শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং তহবিল ত্রাণ প্রচেষ্টা বাড়াতে, মূলত বাংলাদেশে পাক হানাদারদের নৃশংস গনহত্যা এবং স্বাধীনতা যুদ্ধ -সম্পর্কিত বাংলাদেশে নৃশংসতার ফলে সাহায্যের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিলো।
 
এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পীদের এক বিশাল দল অংশ নিয়েছিলেন, যাঁদের মধ্যে বব ডিলান ,
এরিক ক্ল্যাপটন , জর্জ হ্যারিসন , বিলি প্রিস্টন , লিয়ন রাসেল , ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার ছিলেন উল্লেখযোগ্য।

saving score / loading statistics ...