eng
competition

Text Practice Mode

কানের পোকা কেন হয়?

created Oct 17th 2019, 12:50 by MirRaz


0


Rating

85 words
23 completed
00:00
যেসব গানের মেলোডি বা সুরের গঠন খুব সহজ-সরল, অর্থাৎ যে গানগুলোর তাল-লয় অথবা সুরের উত্থান-পতনের একটি সাধারণ প্যাটার্ন থাকে, সেগুলো আমাদের মস্তিষ্ক সহজেই গেঁথে নেয়।
 
এই বিষয়টিকে সংগীতের ভাষায় বলা হয় "মেলোডিক আর্কস"। অর্থাৎ একটা সুরের বৃত্তে বাঁধা পড়া।
 
শিশুদের নার্সারি রাইম বা ছড়া গানগুলো মেলোডিক আর্কসের একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে।
 
যেমন "টুইঙ্কল, টুইঙ্কল, লিটল স্টার", এই রাইমটি ছেলে বুড়ো সবারই মনে আছে। কারণ এর সুরের গাঁথুনি খুব সাবলীল।
 
একইভাবে বিভিন্ন পপ গান বা পুরনো কোন ক্লাসিক্যাল গান এই মেলোডিক আর্কসের বৈশিষ্ট্যযুক্ত হতে পারে।

saving score / loading statistics ...