Text Practice Mode
আম চুরি করে এক ভারতীয় ধরা (মাসুদ)
created Sep 24th 2019, 17:11 by Masud
0
295 words
22 completed
4
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
দুটি আম চুরির দায়ে এক ভারতীয় প্রবাসী শ্রমিককে সাজা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আদালত। ওই ব্যক্তিকে ৫ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে, যা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার সমান। এ ছাড়াও ওই শ্রমিককে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী ওই ভারতীয় সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানবন্দরে কাজ করতেন। ২০১৭ সালের আগস্টে বিমানবন্দরে কাজ করার সময় তিনি এক যাত্রীর ব্যাগ থেকে আম চুরি করেন। এ জন্য গত সোমবার তাঁকে জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অবশ্য যে দুটি আম নিয়ে এত কাণ্ড, সেগুলোর দাম মোটে ছয় দিরহাম (১৩৮ টাকার সমান)।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী ওই ভারতীয় সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানবন্দরে কাজ করতেন। ২০১৭ সালের আগস্টে বিমানবন্দরে কাজ করার সময় তিনি এক যাত্রীর ব্যাগ থেকে আম চুরি করেন। এ জন্য গত সোমবার তাঁকে জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অবশ্য যে দুটি আম নিয়ে এত কাণ্ড, সেগুলোর দাম মোটে ছয় দিরহাম (১৩৮ টাকার সমান)।
