Text Practice Mode
আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং
created May 28th 2019, 08:42 by Sujan Devnath
1
186 words
18 completed
0
Rating visible after 3 or more votes
00:00
আপনি কি লেখাপড়া শেষ করে বাড়িতে বেকার বসে আছেন? কিংবা লেখাপড়া/চাকরির পাশাপাশি বাড়তি আয়ের চিন্তা করছেন? বাবার কাছ থেকে আর টাকা নিতে চাইতেছেন না । অথবা চাকরিটা করতে আর ভাল লাগতেছেনা । লেখাপড়া শেষ করে আমি হাঁস/মুরগি বা গুরু/ছাগলের ব্যবসা অথবা দোকানদারি করবো? তবে আপনি কি করবেন ? চাকরিও পাইতেছেন না, ব্যবসাও করবেন না/ব্যবসা করার টাকাও নাই ! আপনি হয়তো মনে মনে ভাবতেছেন কিছু একটা করার কিন্তু একটু খোঁজ নিয়ে দেখুন, আপনার বাড়ির পাসের কেউ অথবা আপনারই কোন বন্ধু সেই কিছু একটা করে/করতেছেন । তাই বেকার বসে আর না থেকে মনে একটু সাহস নিয়ে শুরু করে দিন । প্রথম দিনই হয়তো সফল হবেন না কিন্তু সফল হতে খুব বেশি দিন লাগবে না ইন শাহ্ আল্লাহ্ ।
আমি বিগত ৪ বছর ধরে আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং-এর সাথে আছি । আপনিও চাইলে ঘরে বসে আউটসোর্সিং/ ফ্রিল্যান্সিং করতে পারেন । আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং-এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যা কিছু করবেন সব ঘরে বসে তাই আপনি যদি নিজে অন্যকে না জানান তবে কেউ কোন দিন জানবে না আপনি কি কাজ করেন । কত টাকা সেলারি পান । কখন কাজ করেন । আমি বুঋতে পারতেছি আপনি এখন ভাবতেছেন কি ভাবে এই আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং করতে হয় ।
আমি বিগত ৪ বছর ধরে আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং-এর সাথে আছি । আপনিও চাইলে ঘরে বসে আউটসোর্সিং/ ফ্রিল্যান্সিং করতে পারেন । আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং-এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যা কিছু করবেন সব ঘরে বসে তাই আপনি যদি নিজে অন্যকে না জানান তবে কেউ কোন দিন জানবে না আপনি কি কাজ করেন । কত টাকা সেলারি পান । কখন কাজ করেন । আমি বুঋতে পারতেছি আপনি এখন ভাবতেছেন কি ভাবে এই আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং করতে হয় ।
saving score / loading statistics ...