eng
competition

Text Practice Mode

আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং

created May 28th 2019, 08:42 by Sujan Devnath


1


Rating

186 words
17 completed
00:00
আপনি কি লেখাপড়া শেষ করে বাড়িতে বেকার বসে আছেন? কিংবা লেখাপড়া/চাকরির পাশাপাশি বাড়তি আয়ের চিন্তা করছেন? বাবার কাছ থেকে আর টাকা নিতে চাইতেছেন না অথবা চাকরিটা করতে আর ভাল লাগতেছেনা লেখাপড়া শেষ করে আমি হাঁস/মুরগি বা গুরু/ছাগলের ব্যবসা অথবা দোকানদারি করবো? তবে আপনি কি করবেন ? চাকরিও পাইতেছেন না, ব্যবসাও করবেন না/ব্যবসা করার টাকাও নাই ! আপনি হয়তো মনে মনে ভাবতেছেন কিছু একটা করার কিন্তু একটু খোঁজ নিয়ে দেখুন, আপনার বাড়ির পাসের কেউ অথবা আপনারই কোন বন্ধু সেই কিছু একটা করে/করতেছেন তাই বেকার বসে আর না থেকে মনে একটু সাহস নিয়ে শুরু করে দিন প্রথম দিনই হয়তো সফল হবেন না কিন্তু সফল হতে খুব বেশি দিন লাগবে না ইন শাহ্‌ আল্লাহ্‌
আমি বিগত বছর ধরে আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং-এর সাথে আছি আপনিও চাইলে ঘরে বসে আউটসোর্সিং/ ফ্রিল্যান্সিং করতে পারেন আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং-এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যা কিছু করবেন সব ঘরে বসে তাই আপনি যদি নিজে অন্যকে না জানান তবে কেউ কোন দিন জানবে না আপনি কি কাজ করেন কত টাকা সেলারি পান কখন কাজ করেন আমি বুঋতে পারতেছি আপনি এখন ভাবতেছেন কি ভাবে এই আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং করতে হয়

saving score / loading statistics ...