Text Practice Mode
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট
created Nov 4th 2018, 18:34 by ronis
2
85 words
39 completed
4
Rating visible after 3 or more votes
00:00
ভূকৌশলগত দিক থেকে বাংলাদেশ যদিও ভারতবেষ্টিত একইভাবে ভারতের সেভেন সিস্টার্স ও বাংলাদেশ বেষ্টিত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বর্তমানে ব্যাপক স্বাধীনতাকামী আন্দোলনে ভারত বিশেষ দুঃশ্চিন্তাগ্রস্ত। চীন ও ভারতের মধ্যে ভবিষ্যত সংঘাতে নেপাল ও বাংলাদেশ চীনের পক্ষ নিলে ভারতের ঐ অসুবিধাজনক ভূকৌশলগত অঞ্চলটির অস্তিত্ব সম্পূর্ণরূপে বিপন্ন হতে পারে। সুতরাং ভারতকে তার এই সকল অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করতে হিমশিম খেতে হয়। এমতাবস্থায় বিকল্প পথ হিসেবে উঠতি নৌ শক্তির দেশ ভারত বঙ্গোপসাগরের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে সামান্য পথ(পার্বত্য) অতিক্রম করে পৌঁছে যেতে পারে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে।
saving score / loading statistics ...