eng
competition

Text Practice Mode

টাইপ করুন আর হাসুন

created Oct 21st 2018, 18:17 by ronis


1


Rating

122 words
61 completed
00:00
এক লোক সবকিছুতেই খুব কার্পণ্য করতো। দান-সদকা তো করতো না কখনোই। একদিন সে গোস্ত রোদে শুকিয়ে শুঁটকি বানাচ্ছে; সারা বছর খাবে বলে।
এমন সময় একটি কাক এসে ছোঁ মেরে এক টুকরো গোস্ত নিয়ে উড়ে গেল। কৃপণ লোকটি তার পিছু ছুটলো। দু'তিন মাইল তাড়া করেও কাকের নাগাল পেলো না।
অবশেষে কাকটি যখন একটি নদী পার হয়ে গেল তখন কৃপণ লোকটি বলল- যাহ, সদকা করে দিলাম।
 
ট্রেনের দুই সহযাত্রীর মধ্যে কথা হচ্ছে।
প্রথম যাত্রী: আপনি একটি বাইনোকুলার গলায় ঝুলিয়ে রেখেছেন। অথচ একবারও দেখলাম না, আপনি বাইনোকুলার দিয়ে বাইরে দূরের কোনো দৃশ্য দেখছেন। তাহলে সঙ্গে এটা আনলেন কেন?
দ্বিতীয় যাত্রী: আহ্! এটা দূরের দৃশ্য দেখার জন্য আনিনি। ছুটি কাটাতে যার বাড়ি যাচ্ছি, তাকে দেখার জন্য এনেছি।
প্রথম যাত্রী: কেন?
দ্বিতীয় যাত্রী: কারণ, তিনি আমার দূরসম্পর্কের আত্মীয়!

saving score / loading statistics ...