Text Practice Mode
সমকামিতা বৈধ; উঁচু ভাস্কর্য; তিন তালাক অপরাধ।
created Oct 3rd 2018, 08:43 by ronis
1
96 words
            27 completed
        
	
	5
	
	Rating visible after 3 or more votes	
	
		
		
			
				
					
				
					
					
						
                        					
				
			
			
				
			
			
	
		
		
		
		
		
	
	
		
		
		
		
		
	
            
            
            
            
			 saving score / loading statistics ...
 saving score / loading statistics ...
			
				
	
    00:00
				ভারতে সমকামিতা আর অপরাধ নয় বলে ঐতিহাসিক এক রায় প্রদান করে দেশটির সর্বোচ্চ আদালত। ৬ সেপ্টেম্বর ২০১৮ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে ভারতে সমকামী এবং তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সমকামিতা বৈধতার দাবিতে ১৫৭ বছরের আন্দোলনের অবসান ঘটে। 
অপরদিকে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্যটি এখন ভারতে। এর নামকরন করা হয় ‘স্ট্যাচু অব ইউনিটি’ বা ‘ঐক্যের ভাস্কর্য’। এটি নির্মাণ করা হয় ভারতের সর্বপশ্চিমে অবস্থিত গুজরাট রাজ্যের বৃহত্তম শহর আহমেদাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে নর্মদা নদীর পাশে। ‘লৌহমানব’ বলে পরিচিত সর্দার বল্লবভাই প্যাটেলের প্রতি সম্মান জানাতে ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
১৯শে সেপ্টেম্বর ২০১৮ অধ্যাদেশ জারি করে তিন তালাক’কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনি স্বীকৃতি দেয় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিল অনুযায়ী, তিন তালাক ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। বিলে বলা হয়, তাৎক্ষণিক তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ। যদি কোনো মুসলিম পুরুষ তালাক শব্দটি তিনবার বলে স্ত্রীকে ত্যাগ করে তবে তিন বছরের জেল পর্যন্ত হতে পারে।
			
			
	        অপরদিকে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্যটি এখন ভারতে। এর নামকরন করা হয় ‘স্ট্যাচু অব ইউনিটি’ বা ‘ঐক্যের ভাস্কর্য’। এটি নির্মাণ করা হয় ভারতের সর্বপশ্চিমে অবস্থিত গুজরাট রাজ্যের বৃহত্তম শহর আহমেদাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে নর্মদা নদীর পাশে। ‘লৌহমানব’ বলে পরিচিত সর্দার বল্লবভাই প্যাটেলের প্রতি সম্মান জানাতে ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
১৯শে সেপ্টেম্বর ২০১৮ অধ্যাদেশ জারি করে তিন তালাক’কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনি স্বীকৃতি দেয় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিল অনুযায়ী, তিন তালাক ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। বিলে বলা হয়, তাৎক্ষণিক তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ। যদি কোনো মুসলিম পুরুষ তালাক শব্দটি তিনবার বলে স্ত্রীকে ত্যাগ করে তবে তিন বছরের জেল পর্যন্ত হতে পারে।
 saving score / loading statistics ...
 saving score / loading statistics ...