Text Practice Mode
যে কোনো কাজে মনোযোগ থাকলে সাফল্য আসবেই
created Jul 27th 2018, 17:15 by MdRakibUzzamanRuhan
1
172 words
            56 completed
        
	
	5
	
	Rating visible after 3 or more votes	
	
		
		
			
				
					
				
					
					
						
                        					
				
			
			
				
			
			
	
		
		
		
		
		
	
	
		
		
		
		
		
	
            
            
            
            
			 saving score / loading statistics ...
 saving score / loading statistics ...
			
				
	
    00:00
				নানান রঙিন স্বপ্নে বিভোর হয়েই পাড়ি দিয়েছেন স্বপ্নের দেশ ফ্রান্সে। শুরুতে সবার মতোই কষ্ট করেছেন, বাইরের জগৎটা কতটা নির্মম দেখেছেন, শিখেছেন কীভাবে জীবনকে বদলে ফেলা যায়। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি অন্য যুবকদের জন্য অনুকরণীয়।রুহুল আমিন বলেন, দেশে থাকাকালীন কখনও নিজের কাপড়গুলো ভালো করে গুছাইনি।পড়াশোনার ফাঁকে অন্য কোনো কাজ শেখার আগ্রহও ছিল না; কিন্তু কম্পিউটারের প্রতি দুর্বলতা ছিল। তাই বাবার কাছ থেকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর একটি কম্পিউটার উপহার পাই। নিজে নিজে খুটিনাটি দেখতাম।যেটুকু জানতাম ওটা যে প্রবাস জীবনে আমার সাফল্যের চাবিকাঠি হবে জানা ছিল না। তবে ভালো লাগছে এই ভেবে যে, প্রবাসে নানা ধরনের জব করতে হয়, কিন্তু আমাকে ওই দিকে যেতে হয়নি।মোবাইল কম্পিউটার অনেকটা সহজলভ্য হওয়ায় এর চাহিদা যেমন বাড়ছে, তেমনি এর গুরুত্বের ফলে এই সেক্টরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং এর কদর অনেক। প্রায় অনেক বছর কাজ করার পর আমি একটি দোকান নিই। এবং আশানুরূপের রেজাল্ট অনেক ভালো। ওই দোকানের আয় থেকেই পাশে আরও একটি দোকান নিই। 
আমি মনে করি, যে কোনো কাজে মনোযোগ থাকলে সাফল্য আসবেই। আমি দীর্ঘ অনেক বছর ধরে লেগে আছি, তাই ভালো ফল এসেছে।
			
			
	        আমি মনে করি, যে কোনো কাজে মনোযোগ থাকলে সাফল্য আসবেই। আমি দীর্ঘ অনেক বছর ধরে লেগে আছি, তাই ভালো ফল এসেছে।
 saving score / loading statistics ...
 saving score / loading statistics ...