Text Practice Mode
টরন্টো হামলার সন্দেহভাজন ছিলেন ‘মানসিকভাবে অসুস্থ’
created Jul 24th 2018, 14:18 by MD. TARIQUL ISLAM
0
157 words
16 completed
0
Rating visible after 3 or more votes
00:00
কাণ্ডজ্ঞানহীন সংঘর্ষ ও প্রাণ সংহারের জন্য আমাদের সন্তান দায়ী, এমন ধারণাতীত খবরে আমরা খুবই মর্মাহত। সারা জীবন ধরে তার লড়াই ও কষ্টে সহায়তার হাত বাড়িয়ে দিলেও তার এমন ভয়াবহ ও করুণ পরিণতি হবে, কখনো ভাবিনি আমরা,” বিবৃতিতে জানায় ফয়সালের পরিবার।
পুলিশ গ্রিকটাউনের ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ না করলেও স্থানীয় এক রাজনীতিক ১৮ বছর বয়সী নিহত তরুণীর নাম রিজ ফ্যালন বলে নিশ্চিত করেছেন।
হাই স্কুল শেষে রিজ নার্সিং নিয়ে পড়াশোনার পরিকল্পনা করছিল বলেও জানিয়েছেন নাথানিয়েল এরস্কাইন-স্মিথ।
রোববার রাতে গ্রিকটাউনের ড্যানফোর্থ ও লোগান এভিনিউয়ে সংঘটিত ওই গুলির ঘটনায় তাৎক্ষণিকভাবে রিজের মৃত্যু হয়। সোমবার ভোরে দশ বছর বয়সী শিশুটির মৃত্যুর খবর আসে। তার পরিচয় জানা যায়নি।
সিবিসি অনলাইন এক প্রত্যক্ষদর্শীর তোলা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এক ব্যক্তিকে ফুটপাত দিয়ে হেঁটে আসতে আসতেই হাতের পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।
কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সঙ্গেও হামলাকারীর গুলি বিনিময় হয়। পরে কাছের একটি রাস্তায় সন্দেহভাজন হামলাকারীর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায় বলে জানান টরন্টোর পুলিশ প্রধান মার্ক সন্ডার্স।
পুলিশ গ্রিকটাউনের ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ না করলেও স্থানীয় এক রাজনীতিক ১৮ বছর বয়সী নিহত তরুণীর নাম রিজ ফ্যালন বলে নিশ্চিত করেছেন।
হাই স্কুল শেষে রিজ নার্সিং নিয়ে পড়াশোনার পরিকল্পনা করছিল বলেও জানিয়েছেন নাথানিয়েল এরস্কাইন-স্মিথ।
রোববার রাতে গ্রিকটাউনের ড্যানফোর্থ ও লোগান এভিনিউয়ে সংঘটিত ওই গুলির ঘটনায় তাৎক্ষণিকভাবে রিজের মৃত্যু হয়। সোমবার ভোরে দশ বছর বয়সী শিশুটির মৃত্যুর খবর আসে। তার পরিচয় জানা যায়নি।
সিবিসি অনলাইন এক প্রত্যক্ষদর্শীর তোলা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এক ব্যক্তিকে ফুটপাত দিয়ে হেঁটে আসতে আসতেই হাতের পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।
কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সঙ্গেও হামলাকারীর গুলি বিনিময় হয়। পরে কাছের একটি রাস্তায় সন্দেহভাজন হামলাকারীর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায় বলে জানান টরন্টোর পুলিশ প্রধান মার্ক সন্ডার্স।
saving score / loading statistics ...