Text Practice Mode
চার দিনেই সুইফটের নতুন ইতিহাস
created Nov 16th 2017, 19:33 by MoviesExpert
1
131 words
23 completed
5
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
রীতিমত ঝড় তুলেছেন টেলের সুইফট। মুক্তির মাত্র চার দিনের মাথায় বছরের সবচেয়ে সফল অ্যালবামের খেতার জিতে নিয়েছে তাঁর ‘রেপুটেশন’ অ্যালবামটি। ১০ নভেম্বর মুক্তির পর থেকে এ পযন্ত শুধু যুক্তরাষ্ট্রেই সেটির বিক্রি ১০ লাখ ছাড়িয়েছে। এ বছর এখন পযন্ত কোনো অ্যালবাম এত কপি বিক্রি হয়নি।
‘রেপুটেশন’ টেলর সুইফটের ষষ্ট একক অ্যালবাম। এটি দিয়ে তিনি এ বছর বন্ধু এড শিরানের ‘ডিভাইড’ অ্যালবামকে পিছেনে ফেলেছেন। বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘ডিভাইড’ অ্যালবামটি বিক্রি হয়েছে ৯ লাখ ১৯ হাজার কপি।‘রেপুটেশন’-এর আগে মাত্র ৭ দিনে ১০ লাখ বিক্রির মাইলফলক ছাড়াতে পেরেছিল সইফটের ‘১৯৮৯’, ‘রেড’ও ‘স্পিক না’ অ্যালবামগুলো।
এক সাপ্তাহে অ্যালবামের ১০ লাখ কপি বিক্রির সাফল্য এর আগে টেলর সুইফটের পাশাপাশি শুধু অ্যাডেলের জুলিতেই ছিল। যুক্তরাজ্যের টপচার্টেও এখন শীর্ষে আছে টেলের সুইফটের ‘রেপুটেশন’। মুক্তির সাতদিন পেরোলে অ্যালবামটি মিলবে স্পটিফই ও আইটিনেসের মতো প্ল্যাটফর্মগুলোতে। সূত্র : বিবিসি, বিলবোড
‘রেপুটেশন’ টেলর সুইফটের ষষ্ট একক অ্যালবাম। এটি দিয়ে তিনি এ বছর বন্ধু এড শিরানের ‘ডিভাইড’ অ্যালবামকে পিছেনে ফেলেছেন। বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘ডিভাইড’ অ্যালবামটি বিক্রি হয়েছে ৯ লাখ ১৯ হাজার কপি।‘রেপুটেশন’-এর আগে মাত্র ৭ দিনে ১০ লাখ বিক্রির মাইলফলক ছাড়াতে পেরেছিল সইফটের ‘১৯৮৯’, ‘রেড’ও ‘স্পিক না’ অ্যালবামগুলো।
এক সাপ্তাহে অ্যালবামের ১০ লাখ কপি বিক্রির সাফল্য এর আগে টেলর সুইফটের পাশাপাশি শুধু অ্যাডেলের জুলিতেই ছিল। যুক্তরাজ্যের টপচার্টেও এখন শীর্ষে আছে টেলের সুইফটের ‘রেপুটেশন’। মুক্তির সাতদিন পেরোলে অ্যালবামটি মিলবে স্পটিফই ও আইটিনেসের মতো প্ল্যাটফর্মগুলোতে। সূত্র : বিবিসি, বিলবোড
