eng
competition

Text Practice Mode

কবি আল মাহমুদ

created Oct 22nd 2020, 09:10 by naeem12300


1


Rating

148 words
0 completed
00:00
 মীর আবদুস শুকুর আল মাহমুদ, যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। ১৯৫০ এর দশকে যে কয়েকজন  লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে মাহমুদ একজন। তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। পরবর্তীকালে “দৈনিক গণকণ্ঠ” পত্রিকার সম্পাদক ছিলেন। লোক লোকন্তর (১৯৬৩), সোনালী কাবিন (১৯৭৩), মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬), কালের কলস (১৯৬৬), আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া ইত্যাদি তার কিছু অনবদ্য সৃষ্টি। ১৯৬৮ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।এছাড়াও একুশে পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক, জয় বাংলা পুরস্কার, লালন পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।  

saving score / loading statistics ...